ও~~~~~~~ওওও……
ও~~ও~~ও~~~~ও~~~
ও~~~~ও~~~~ও~ও…
চোখের জলে আমি
ভেসে চলে..ছি
পথের দেখায় আমি
পথে নেমে..ছি
হায় রে, মনের আশা
আজও মেটেনি..
হায় রে, সুখের কলি আজও ফোটেনি..
চোখের জলে আমি
ভেসে চলে..ছি
পথের দেখায় আমি
পথে নেমে..ছি
হায় রে, মনের আশা আজও মেটেনি..
হায় রে, সুখের কলি আজও ফোটেনি..
আঁ..ধার হলে আলো জ্বলে
আ..লো আঁধার কে দূরে বলে
কত মানুষ এই দুনিয়াতে
তবু আমার.……..
তবু আমার
নেই কেহ সাথে
হায় রে, বিধির কৃপা
আজও জোটেনি..
হায় রে, সুখের কলি
আজও ফোটেনি…
আকাশ যত দূরে থাকে
তবু মাটি কাছে ডাকে
মেশে তারা দূ..র সীমানাতে
পাইনি আমি.……….
পাইনি আমি খুঁজি যারে
হায় রে, তবু আমি আশা ছাড়িনি
হায় রে, সুখের কলি আজও ফোটেনি
চোখের জলে আমি
ভেসে চলেছি..
পথের দেখায় আমি
পথে নেমেছি..
হায় রে, মনের আশা আজও মেটেনি
হায় রে, সুখের কলি আজও ফোটেনি