menu-iconlogo
huatong
huatong
--cover-image

তারা ঝিলমিল স্বপ্ন মিছিল

সন্ধ্যা মুখোপাধ্যায়huatong
62186931046huatong
بول
ریکارڈنگز
শিল্পী -সন্ধ্যা মুখোপাধ্যায়

------------------------

তারা ঝিলমিল স্বপ্ন মিছিল,

ঘুমে ঢুল ঢুলঢুল চম্পক ছায় অলি,

ডাকলো কিরে...

পাতা শিরশির রাত্রি নিবিড়,

শনশন যেন কোন রাজ্যের মেঘ হাওয়া

ডাকছে ধীরে....

----------------

এলো কি শোনাতে কেউ

আজ চুপি চুপি তার সব গান..

দিলো কে হৃদয়ে ঢেউ

দিলো মনে মনে আজ মন প্রাণ,.

এলো কি শোনাতে কেউ

আজ চুপি চুপি তার সব গান..

দিলো কে হৃদয়ে ঢেউ

দিলো মনে মনে আজ মন প্রাণ..

তাই কি কানে কানে বলছি গানে গানে

ছন্দ আনো প্রাণে নীলনীল,

তারা ঝিলমিল স্বপ্ন মিছিল,

ঘুমে ঢুল ঢুলঢুল চম্পক ছায় অলি,

ডাকলো কিরে...

পাতা শিরশির রাত্রি নিবিড়,

শনশন যেন কোন রাজ্যের মেঘ হাওয়া

ডাকছে ধীরে....

-----------------

সিরিষে শিমুলে দেখি

আজ দোল দোলচাঁদ দোল খায়..

ভাবি নি যা কোনদিন

সেই ভেবে ভেবে মন গান গায়..

সিরিষে শিমুলে দেখি

আজ দোল দোলচাঁদ দোল খায়..

ভাবি নি যা কোনদিন

সেই ভেবে ভেবে মন গান গায়..

স্বপ্ন ভেসে ভেসে আজকে এলো শেষে

জমছে মনে এসে তিল তিল,

তারা ঝিলমিল স্বপ্ন মিছিল,

ঘুমে ঢুল ঢুলঢুল চম্পক ছায় অলি,

ডাকলো কিরে...

পাতা শিরশির রাত্রি নিবিড়,

শনশন যেন কোন রাজ্যের মেঘ হাওয়া

ডাকছে ধীরে....

তারা ঝিলমিল স্বপ্ন মিছিল,

তারা ঝিলমিল স্বপ্ন মিছিল,

তারা ঝিলমিল স্বপ্ন মিছিল,

- সমাপ্ত -

সন্ধ্যা মুখোপাধ্যায় کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے