***স্বাগতম ভালোবাসার বন্ধনে***
আপলোড&চয়েজ বাই ?সাইফ?
****রেডি হোন******
F..যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হলো এই বুকে
যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হল এই বুকে
সারাবেলা সারা সন্ধ্যা সকাল
মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে
M.. যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হল এই বুকে
যখনই তোমাকে দেখেছি দুচোখে
কি যে হল এই বুকে
সারাবেলা সারা সন্ধ্যা সকাল
মনে পড়ে তোমাকে
মনে পড়ে তোমাকে
আপলোড বাই?সাইফ?
*****রেডি হোন*****
M..একটু চাওয়া একটু পাওয়া
কাছে এসে চলে যাওয়া
আর তো ভালো লাগেনা...
মন মানেনা, আমার মন মানেনা
মন মানেনা, আমার মন মানেনা
F..একটু চাওয়া একটু পাওয়া
কাছে এসে চলে যাওয়া
আর তো ভালো লাগেনা...
মন মানেনা, আমার মন মানেনা
মন মানেনা, আমার মন মানেনা
আপলোড&চয়েজ?সাইফ?
****রেডি হোন*****
F..এই মধু জোছনায়
এই মন শুধু চায়
এসো না দুজনে আজ গল্প করি
একটু আবেশে, এই মনটা ভরি
M..এই মধু জোছনায়
এই মন শুধু চায়
এসো না দুজনে আজ গল্প করি
একটু আবেশে, এই মনটা ভরি
F..এই মধু জোছনায়
এই মন শুধু চায়
এসো না দুজনে আজ গল্প করি
আপলোড করেছেন?সাইফ?
*****রেডি হোন******
F..তোমার কারনে আমি উচ্ছল,
তোমার কারনে উদাসী,
তোমার কারনে আমি মরণ
থেকে বারবার ফিরে আসি।
বলো না, বলো না, বলো না ভালবাসি।
M..তোমার কারনে আমি উচ্ছল,
তোমার কারনে উদাসী,
তোমার কারনে আমি মরণ
থেকে বারবার ফিরে আসি।
বলো না,বলো না, বলো না ভালবাসি
আপলোড বাই?সাইফ?
*****রেডি হোন*****
M.. এই তুমি, সেই তুমি
যাকে আমি চাই
জান তুমি, প্রাণ তুমি
বুকে আছো তাই
এই তুমি, সেই তুমি
যাকে আমি চাই
জান তুমি, প্রান তুমি
বুকে আছো তাই
F..ভালোবাসা দাও না...
তুমি আমার কাছে আসতে আসতে
মরণ এলেই মরবো
আমি তোমায় ভালোবাসতে বাসতে
M..এই তুমি, সেই তুমি
যাকে আমি চাই
জান তুমি, প্রান তুমি
বুকে আছো তাই
এই তুমি, সেই তুমি
যাকে আমি চাই
জান তুমি, প্রান তুমি
বুকে আছো তাই
F..ভালোবাসা দাও না...
তুমি আমার কাছে আসতে আসতে
মরণ এলেই মরবো
আমি তোমায় ভালোবাসতে বাসতে