menu-iconlogo
huatong
huatong
avatar

সন্ধ্যার ছায়া নামে-Shondhar chaya naame

সাবিনা ইয়াসমিনhuatong
ONGKUR🌱huatong
بول
ریکارڈنگز
গানঃ সন্ধ্যার ছায়া নামে

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

Orient Singer Site

ROOM ID: 117433 & 121563

========================

সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া

ভালো লাগে জীবনের এই গান গাওয়া।

সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া

ভালো লাগে জীবনের এই গান গাওয়া।

সন্ধ্যার ছায়া নামে।

একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে

ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে।

একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে

ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে।

সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া

এই মন কখনও কি যায় ফিরে পাওয়া।

সন্ধ্যার ছায়া নামে।

আঁধারের শেষে জানি আছে শুধু আলো

অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো

আঁধারের শেষে জানি আছে শুধু আলো

অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো

সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া

এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া।

সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া

ভালো লাগে জীবনের এই গান গাওয়া।

সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া

ভালো লাগে জীবনের এই গান গাওয়া।

সন্ধ্যার ছায়া নামে।

>>>ধন্যবাদ <<<

সাবিনা ইয়াসমিন کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے