menu-iconlogo
huatong
huatong
avatar

মা গো ভাবনা কেন

সুবীর নন্দীhuatong
rulz_starhuatong
بول
ریکارڈنگز
মা গো ভাবনা কেন

শিল্পীঃ সুবির নন্দি

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়

আপলোড বাই দেবজানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

বিজয় দেবজানি

আমরা হারবনা,হারবনা

তোমার মাটির একটি কণাও ছাড়বনা

আমরা হারবনা,হারবনা

তোমার মাটির একটি কণাও ছাড়বনা

আমরা পাথর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

দেবজানি বিজয়

আমরা অপমান সইবনা

ভীরুর মত ঘরের কোণে রইবনা

আমরা অপমান সইবনা

ভীরুর মত ঘরের কোণে রইবনা

আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা

আমরা প্রতিবাদ করতে জানি

আমরা পরাজয় মানবনা

দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা

আমরা পরাজয় মানবনা

দূর্বলতায় বাঁচতে শুধু জানবোনা

আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা

প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অশ্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা

আমরা প্রতিবাদ করতে জানি

সুবীর নন্দী کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

মা গো ভাবনা কেন بذریعہ সুবীর নন্দী - بول اور کور