ღ _nayeem mumu_
10 ROSES
? SINGER = NAYEEM ISLAM J PREENON .
তোমার দেওয়া দশটি গোলাপ রেখেছি হৃদয় মাঝে
তোমার দেওয়া যত উপহার রেখেছি যতন করে
তুমিকি মোর জীবনের অংক পাতায় শুধু বিয়োগের ফল
তুমি কি স্বপ্নে পাওয়া রাজকন্যা
বৃষ্টিতে ভেজা দেবী
বৃষ্টিতে ভেজা দেবী
তোমার দেওয়া দশটি গোলাপ রেখেছি হৃদয় মাঝে
তোমার দেওয়া যত উপহার রেখেছি যতন করেএ ।
আমি তোমার ছোয়ায়
পাথর হয়ে যাই
যেন অস্থিরতায়
কেউ মনকে শুধায়
জানি বৃষ্টির মন
অজান্তে কখন
করে ছিলি তারে
স্বপ্ন রচন
তুমিকি মোর জীবনের অংক পাতায় শুধু বিয়োগের ফল
তুমি কি স্বপ্নে পাওয়া রাজকন্যা
বৃষ্টিতে ভেজা দেবী
বৃষ্টিতে ভেজা দেবী ।
আমি তোমারআদলে
বাঁধি আসার স্বপন
যেন ভ্রান্ত মনে
বহে স্বপ্ন পবন
আকাশেতে মেঘে
নিরে ভেসে ভেসে
জীবনধারা যেন
চমকপ্রদায় ।
তুমিকি মোর জীবনের অংক পাতায় শুধু বিয়োগের ফল
তুমি কি স্বপ্নে পাওয়া রাজকন্যা
বৃষ্টিতে ভেজা দেবী
বৃষ্টিতে ভেজা দেবী
তোমার দেওয়া দশটি গোলাপ রেখেছি হৃদয় মাঝে
তোমার দেওয়া যত উপহার রেখেছি যতন করে
তুমিকি মোর জীবনের অংক পাতায় শুধু বিয়োগের ফল
তুমি কি স্বপ্নে পাওয়া রাজকন্যা
বৃষ্টিতে ভেজা দেবী
বৃষ্টিতে ভেজা দেবী
বৃষ্টিতে ভেজা দেবী
বৃষ্টিতে ভেজা দেবী
বৃষ্টিতে ভেজা দেবী
বৃষ্টিতে ভেজা দেবী