গান=সেই তুমি সেই আমি
শিল্পী=হাসান চৌধুরী
Choice by R.K.Biddut 7
মিউজিক ফলো করে গান করুন
********Wait*******
সেই তুমি..সেই আমি
নেই তো আগের মতো
মাঝে কিছু কেটেছে বছর...
সুখ-দুঃখেরই কিছু প্রহর
দুজনের ভালোবাসা নিয়তির কাছে হয়েছে নত
সেই তুমি..সেই আমি
নেই তো আগের মতো
মাঝে কিছু কেটেছে বছর..
সুখ-দুঃখেরই কিছু প্রহর
দুজনের ভালোবাসা নিয়তির কাছে হয়েছে নত
সেই তুমি..সেই আমি
নেই তো আগের মতো
*******************
Choice by R.K.Biddut 7
মিউজিক ফলো করুন
*******Wait******
যদি....প্রশ্ন করি
সঠিক জবাব কি..দেবে
নাও ...তুমি ভেবে
যদি...প্রশ্ন করি
সঠিক জবাব কি..দেবে
নাও...তুমি ভেবে
একটি ভুলের কাছে তোমার আমার প্রেম হয়েছে নত
সেই তুমি..সেই আমি
নেই তো আগের মতো
******************
Choice by R.K Biddut 7
মিউজিক ফলো করুন
*******Wait******
কালের...বৈটা হাতে
পিছু...নৌকা ভাসা ও
দেখতে কি...পাও
কালের...বৈঠা হাতে
পিছু..নৌকা ভাসাও
দেখতে কি..পাও
একটি ভুলের কাছে তোমার আমার প্রেম হয়েছে গত
সেই তুমি..সেই আমি
নেই তো..আগের মতো
মাঝে কিছু কেটেছে বছর
সুখ দুঃখেরই কিছু প্রহর
দুজনের ভালোবাসা নিয়তির কাছে হয়েছে নতো
সেই তুমি..সেই আমি
নেই তো..আগের মতো
****ধন্যবাদ সবাইকে***
Sany Ahmed SRS Family