menu-iconlogo
huatong
huatong
avatar

Modhu Maloti

@huatong
🦋⃟𝐌𝐎𝐍𝐈𝐑࿐(🅱️💠Ⓜ️)huatong
بول
ریکارڈنگز
Up Load

By

**********

মধু মালতি ডাকে আয়

ফুল ও ফাগুনের এ খেলায়

মধু মালতি ডাকে আয়

ফুল ও ফাগুনের এ খেলায়

যূথী কামিনী কত কথা

যূথী কামিনী কত কথা

গোপনে বলে মলয়ায়...

মধু মালতি ডাকে আয়

*************

চাঁপা বনে কলির সনে আজ

লুকোচুরি গো লুকোচুরি

আলো ভরা কালো চোখে

কি মাধুরী গো কি

মাধুরী

মন চাহে যে ধরা দিতে

মন চাহে যে ধরা দিতে

তবু সে লাজে সরে যায়

মধু মালতি ডাকে আয়

**************

মালা হয়ে প্রানে মম

কে জড়ালো কি জড়ালো

ফুল রেনু মধু বায়ে

কে ঝরালো কে ঝরালো

জানি জানি কে মোর হিয়া

জানি জানি কে মোর হিয়া

রাঙালো রাঙা কামনায়

মধু মালতি ডাকে আয়

ফুলের ও ফাগুনে এ

খেলায়

মধু মালতি ডাকে আয়

ধন্যবাদ

@ کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Modhu Maloti بذریعہ @ - بول اور کور