menu-iconlogo
huatong
huatong
abdul-hadi-surjodoye-tumi-surjasteo-tumi-cover-image

Surjodoye Tumi Surjasteo Tumi

Abdul Hadihuatong
forhad99huatong
بول
ریکارڈنگز
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

জলসিঁড়ি নদীতীরে

তোর খুশির কাঁপন যেন বাজে

ও…কাশবনে ফুলে ফুলে

তোর মধুর বাসর বুঝি সাজে

তোর একতারা হায় করে বাউল আমায় সুরে সুরে

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

আঁকা বাঁকা মেঠো পথে

তোর রাখাল হৃদয় জানি হাসে

ও..পদ্মকাঁপা দিঘী ঝিলে

তোর সোনার স্বপন খেয়া ভাসে

তোর এই আঙ্গিনায় ধরে রাখিস আমায় চিরতরে

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি

Abdul Hadi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے