menu-iconlogo
huatong
huatong
avatar

শত্রু তুমি বন্ধু তুমি

Abdul Jabbarhuatong
michi756huatong
بول
ریکارڈنگز
শত্রু তুমি

বন্ধু তুমি....

তুমি আ..মার সা..ধনা

শত্রু তুমি.. বন্ধু তুমি..

তুমি আমার সাধনা..

তোমার দেয়া আঘাত আমায়

দেয় যে মধুর বেদনা..

তুমি আমার সাধনা...

আমার গান বন্ধু

যে চোখে তোমার প্রেমের কাজল

সে চোখে আ..বার বিষের অনল

সপ্ন হয়ে এই পিছু ডাক

দুঃখ দিয়ে এই দুরে রাখ

তু..মি আ..মার পূর্ণিমা চাঁদ

রাএি দিনের যন্ত্রা..

শত্রু তুমি..বন্ধু তুমি..

তুমি আ..মার সা..ধনা

Choice by

MariamLubna

farhan farhan 16

যে হাতে তো..মার বরন মা..লা

music

সে হাতে আ..বার মরন জ্বা..লা

বন্ধু তোমাকে ভাবতে গেলে

শত্রু হয়ে যে দেখা মিলে

ভালোবেসে.. শূন্য হলাম

এই তো আমার শান্তনা

শত্রু তুমি বন্ধু তুমি

তুমি আমার সাধনা

তোমার দেয়া আঘাত আমায়

দেয় যে মধুর বেদনা

শত্রু তুমি বন্ধু তুমি

তুমি আমার সাধনা..

Abdul Jabbar کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے