menu-iconlogo
huatong
huatong
abir-biswassneha-karmakar-bhalobasa-aalo-aasha-cover-image

Bhalobasa Aalo Aasha

Abir Biswas/Sneha Karmakarhuatong
✴️Piyal_Datta✴️huatong
بول
ریکارڈنگز

চোখের আড়াল হলে ভালোবাসা কমে না,

স্বপ্নের পথ চলা কখনো যে থামে না।

হো.. চোখের আড়াল হলে ভালোবাসা কমে না,

স্বপ্নের পথ চলা কখনো যে থামে না।

রাখবো আমি কথা, সইবো বিরহ-ব্যথা

মিলব তবুও দুজনে..

ভালোবাসা আলো আশা

থেকে যাবে এই মনে,

ভুলবোনা মুছবোনা

এই স্মৃতি জীবনে।।

কতদিন বলো প্রেম বন্দিনী থাকবে,

কতকাল ওরা চোখে জলছবি আঁকবে।

ও.. কতদিন বলো প্রেম বন্দিনী থাকবে

কতকাল ওরা চোখে জলছবি আঁকবে।

রয়েছো হৃদয় জুড়ে, থাকো না যতই দূরে

মিলব তবুও দুজনে ..

ভালোবাসা আলো আশা

থেকে যাবে এই মনে,

ভুলবোনা মুছবোনা

এই স্মৃতি জীবনে।

ও.. আসবে পথে বাধা

বিঁধবে পায়ে কাঁটা

মিলব তবুও দুজনে..

ভালোবাসা আলো আশা

থেকে যাবে এই মনে,

ভুলবোনা মুছবোনা

এই স্মৃতি জীবনে।।

Abir Biswas/Sneha Karmakar کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے