menu-iconlogo
huatong
huatong
avatar

Brindabono Bilasini

Aditi Munshihuatong
spike_head410huatong
بول
ریکارڈنگز
বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,

ওগো রাই আমাদের, রাই আমাদের,

আমরা রাইয়ের শ্যাম তোমাদের,

রাই আমাদের।

বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।

শুখ বলে আমার কৃষ্ণে মাথায় ময়ূর পাখা

আর সারি বলে,

আর সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা

ওই যে যায় গো দেখা।

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।

শুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন

আহা, শুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন

আর সারি বলে

আর সারি বলে আমার রাধা জীবনের জীবন,

নইলে শূন্য জীবন।

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।

সুখ সারি দুজনার দ্বন্দ ঘুচে গেলো

আহা, সুখ সারি দুজনার দ্বন্দ ঘুচে গেলো

জয় জয় রাধা কৃষ্ণের,

জয় জয় রাধা কৃষ্ণের,

নামে এবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের,

ওগো রাই আমাদের, রাই আমাদের,

আমরা রাইয়ের শ্যাম তোমাদের,

রাই আমাদের।

বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,

বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।

বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের লিরিক্স (Original) :

বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,

বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের,

রাই আমাদের, রাই আমাদের,

আমরা রাইয়ের শ্যাম তোমাদের,

রাই আমাদের,

বৃন্দাবনো বিলাসিনী রাই আমাদের।

সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন,

আহা, শুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন

আর সারি বলে

আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ,

নইলে শুধুই মদন।

Aditi Munshi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے