তোমাকে দেখলে ইচ্ছে করে
singer: Doli Sayantoni Agun
part 1:Male
part 2:Female
তোমাকে দেখলে ইচ্ছে করে
তোমাকে দেখলে ইচ্ছে করে
আরো কাছে আসি
তোমাকে দেখলে ইচ্ছে করে
থাকি পাশাপাশি
তোমাকে দেখলে ইচ্ছে করে.....
গতকালের চেয়ে বেশি ভালোবাসি
আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি
তোমাকে দেখলে ইচ্ছে করে
আরো কাছে আসি
তোমাকে দেখলে ইচ্ছে করে
থাকি পাশাপাশি
তোমাকে দেখলে ইচ্ছে করে.....
গতকালের চেয়ে বেশি ভালোবাসি
আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি
ইচ্ছে করে.....
রেসকোর্সের ময়দানে
কিংবা ওই পল্টনে
প্রেমিক নেতার বেশে আসি
ইচ্ছে করে.....
জনতার সামনে দাঁড়িয়ে
একটু গলা বাড়িয়ে
বলি তোমাকে ভালোবাসি,
মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে
মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে
জেনে যাক সারা দেশবাসী
গতকালের চেয়ে বেশি ভালোবাসি
আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি
তোমাকে দেখলে ইচ্ছে করে
আরো কাছে আসি
তোমাকে দেখলে ইচ্ছে করে
থাকি পাশাপাশি
তোমাকে দেখলে ইচ্ছে করে
আরো কাছে আসি
তোমাকে দেখলে ইচ্ছে করে
থাকি পাশাপাশি
ইচ্ছে করে......
ফুল ফোটা ফাগুনে
রং লাগা নয়নে
স্বপ্ন ছড়াই রাশি রাশি
ইচ্ছে করে.....
চলো যাই দুজনে
পাখি ডাকা কুজনে
প্রেমের পরাগ মেখে আসি
আকাশে আকাশে
বাতাসে বাতাসে
আকাশে আকাশে
বাতাসে বাতাসে
সুখ জোয়ারে চলো ভাসি
গতকালের চেয়ে বেশি ভালোবাসি
আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি
তোমাকে দেখলে ইচ্ছে করে
আরো কাছে আসি
তোমাকে দেখলে ইচ্ছে করে
থাকি পাশাপাশি
তোমাকে দেখলে ইচ্ছে করে...
গতকালের চেয়ে বেশি ভালোবাসি
আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি
গতকালের চেয়ে বেশি ভালোবাসি
আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি
Thank you