menu-iconlogo
huatong
huatong
avatar

New'HD তোমাকে দেখলে ইচ্ছে করে

Agun/Doli Sayantonihuatong
poulsenljhuatong
بول
ریکارڈنگز
তোমাকে দেখলে ইচ্ছে করে

singer: Doli Sayantoni Agun

part 1:Male

part 2:Female

তোমাকে দেখলে ইচ্ছে করে

তোমাকে দেখলে ইচ্ছে করে

আরো কাছে আসি

তোমাকে দেখলে ইচ্ছে করে

থাকি পাশাপাশি

তোমাকে দেখলে ইচ্ছে করে.....

গতকালের চেয়ে বেশি ভালোবাসি

আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি

তোমাকে দেখলে ইচ্ছে করে

আরো কাছে আসি

তোমাকে দেখলে ইচ্ছে করে

থাকি পাশাপাশি

তোমাকে দেখলে ইচ্ছে করে.....

গতকালের চেয়ে বেশি ভালোবাসি

আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি

ইচ্ছে করে.....

রেসকোর্সের ময়দানে

কিংবা ওই পল্টনে

প্রেমিক নেতার বেশে আসি

ইচ্ছে করে.....

জনতার সামনে দাঁড়িয়ে

একটু গলা বাড়িয়ে

বলি তোমাকে ভালোবাসি,

মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে

মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে

জেনে যাক সারা দেশবাসী

গতকালের চেয়ে বেশি ভালোবাসি

আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি

তোমাকে দেখলে ইচ্ছে করে

আরো কাছে আসি

তোমাকে দেখলে ইচ্ছে করে

থাকি পাশাপাশি

তোমাকে দেখলে ইচ্ছে করে

আরো কাছে আসি

তোমাকে দেখলে ইচ্ছে করে

থাকি পাশাপাশি

ইচ্ছে করে......

ফুল ফোটা ফাগুনে

রং লাগা নয়নে

স্বপ্ন ছড়াই রাশি রাশি

ইচ্ছে করে.....

চলো যাই দুজনে

পাখি ডাকা কুজনে

প্রেমের পরাগ মেখে আসি

আকাশে আকাশে

বাতাসে বাতাসে

আকাশে আকাশে

বাতাসে বাতাসে

সুখ জোয়ারে চলো ভাসি

গতকালের চেয়ে বেশি ভালোবাসি

আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি

তোমাকে দেখলে ইচ্ছে করে

আরো কাছে আসি

তোমাকে দেখলে ইচ্ছে করে

থাকি পাশাপাশি

তোমাকে দেখলে ইচ্ছে করে...

গতকালের চেয়ে বেশি ভালোবাসি

আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি

গতকালের চেয়ে বেশি ভালোবাসি

আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি

Thank you

Agun/Doli Sayantoni کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے