menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake Apon Kore তোমাকে আপন করে

Akassh Sen/Trisha Vchuatong
ketureddyhuatong
بول
ریکارڈنگز
তোমাকে আপন করে রেখে দেব বাহুডোরে

তাইতো দুহাত আমি বাড়ালাম

সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে

তাইতো এসে আমি দাড়ালাম

তোমাকে আপন করে রেখে দেব বাহুডোরে

তাইতো দুহাত আমি বাড়ালাম

সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে

তাইতো এসে আমি দাড়ালাম

ও..ও..ও ও ও ও

ও..ও..ও ও ও ও

বুজে গিয়েছি জেনে গিয়েছি

মিলে গেছি তোমারি সাথে

জানি এতদিন স্বপ্নে বিলীন

চিলে যে তুমি রূপকথাতে

হো আড়ালে চিলাম একা অনুভবে হলো দেখা

তোমারি মাঝে আমি হারালাম

সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে

তাইতো এসে আমি দাড়ালাম

চিনে নিয়েছি মেনে নিয়েছি

থেমে গেছি তোমারি পথে

শত আবদার করি বারবার

চাই শুধু তোমারি হতে

হো আড়ালে চিলাম একা অনুভবে হলো দেখা

তোমারি মাঝে আমি হারালাম

সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে

তাইতো এসে আমি দাড়ালাম

তোমাকে আপন করে রেখে দেব বাহুডোরে

তাইতো দুহাত আমি বাড়ালাম

সাজিয়ে মনের ঘরে নিয়ে যাবো বহুদূরে

তাইতো এসে আমি দাড়ালাম

ও..ও..ও ও ও ও

ও..ও..ও ও ও ও

Akassh Sen/Trisha Vc کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے