menu-iconlogo
huatong
huatong
avatar

আমারো পরানে যাহা চায়

Andrew/kanakhuatong
mijoangelhuatong
بول
ریکارڈنگز
আমারও পরানও যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমারও পরনও যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে মোর

কেহ নাই, কিছু নাই গো

আমারও পরানও যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমারও পরানও যাহা চায়

তুমি সুখও যদি নাহি পাও,

যাও সুখেরও সন্ধানে যাও

তুমি সুখও যদি নাহি পাও,

যাও সুখেরও সন্ধানে যাও

আমি তোমারে পেয়েছি হৃদয়ও মাঝে

আরও কিছু নাহি চাই গো..

আমারও পারনও যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমারও পরানও যাহা চায়

সচ্ছতার সার্থে আমরা পুরো

অডিশনটি উন্মুতরাখতে চাই

গ্রুপ লিডার তনবীররেজাউল সিকদার

শারমিন রেশমী আপলোডার রনী

এডমিন প্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

আমি তোমারও বিরহে,রহিবো বিলীন,

তোমাতে করিব বাস

দীর্ঘ দিবসও দীর্ঘ রজনী,দীর্ঘ বরষও মাস

যদি আরও কারে ভালবাসো

যদি আর ফিরে নাহি আসো

যদি আরও কারে ভালবাসো

যদি আর ফিরে নাহি আসো

তবে তুমি যাহা চাও তাই যেন পাও,

আমি যত দুঃখ পাই গো...

আমারও পরানও যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমারও পরানও যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে মোর

কেহ নাই, কিছু নাই গো

আমারও পরানও যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমারও পরানও যাহা চায়

সাথে থাকার জন্যো

শুভ কমোনা রইলো

Andrew/kanak کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے