গানঃ ও সাথী সাথীরে,আমি চিনেছি তোমারে
Part 1: ছেলে Part 2: মেয়ে
Golden Singer Group
G S G
ছেলেঃ ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
যে ভালোবাসায় জীবন বাঁচে
সেই ভালোবাসা চাই তোমার কাছে
মেয়েঃ ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
যে ভালোবাসায় জীবন বাঁচে
সেই ভালোবাসা চাই তোমার কাছে
ছেলেঃ ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
Golden Singer Group
G S G
ছেলেঃ রেখেছি তোমায় বুকের ভিতর
থাকবে সেখানে হাজার বছর
G S G
মেয়েঃ জেনেছি তোমায় এতোই অাপন
ছুটবেনা কভু প্রাণের বাঁধন
ছেলেঃ স্বপ্নে খুঁজেছি অামি যারে
মনে হয় পেয়েছি অাজ তারে
মেয়েঃ ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
ছেলেঃ ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
Golden Singer Group
G S G
মেয়েঃ কখনো অামায় একা করে
বন্ধু যেওনা দূরে সরে
G S G
ছেলেঃ যেখানে থাকি যতোই দূরে
খুঁজলে অামাকে পাবে ফিরে
মেয়েঃ স্বর্গ দিয়েছো তুমি যারে
চিরদিন রবে তার অন্তরে
ছেলেঃ ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
মেয়েঃ ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
ছেলেঃ যে ভালোবাসায় জীবন বাঁচে
সেই ভালোবাসা চাই তোমার কাছে
মেয়েঃ ও সাথী সাথীরে
অামি চিনেছি তোমারে
ধন্যবাদ সবাইকে