কি দিয়া মন কাড়িলা। ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা। ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরাইলা
নজরে নজরে। রাখিয়া আমারে
নজরে নজরে। রাখিয়া আমারে
নয়নের বান মারিলা ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরায় লা
জানে জানে বিক্ষের পাতা। জানে তরুলতা
তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা
জানে জানে বনের পাখি। জানে গাঙের পানি
যতনেতে আছে মনে তোমার কথা খানি
ইশারাতে ডাক দিয়া। হাতের কাছে আমায় নিয়া
হৃদয়ের লাজ ভাঙ্গিলা
ও বন্ধুরে। অন্তরে পিরিতের আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরাইলা
দেখো দেখো মনের চোখে। দেখো ভালো করে
আছি তোমার রবো তোমার সারাজীবন ধরে
রাখো রাখো আপন করে। রাখো বুকের মাঝে
তুমি ছাড়া কেউ যেন পায় নাগো খুঁজে
যাদুমাখা রূপ নিয়া। পাগল করা হাসি দিয়া
ফাগুনের রঙ ধরিলা
ও বন্ধুরে। অন্তরে পিরিতের আগুন ধরায় লা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরাইলা
নজরে নজরে রাখিয়া আমারে
নজরে নজরে রাখিয়া আমারে
নয়নের বান মারিলা
ও বন্ধুরে। অন্তরে পিরিতের আগুন ধরায় লা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরাইলা
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে
অন্তরে পিরিতের আগুন ধরাইলা