কারে দেখাবো মনের দুঃখ গো
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিড়িয়া....
অনতরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিড়িয়া....
অনতরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া
কথা ছিল সংগে নিবো....
সংগে আমায় নাহি নিলো গো....
কথা ছিল সংগে নিবো.....
সংগে আমায় নাহি নিলো গো....
আমারে একেলা থুইয়া
আমারে একেলা থুইয়া
রইল কোথায় গিয়া .....
জলে রইয়া রইয়া...
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিড়িয়া......
অনতরে তুষের আগুন জ্বলে রইয়া রইয়া
ঘর বানদিবো সখীর সনে...
কত আশা ছিল মনে গো....
ঘর বানদিবো সখীর সনে...
কত আশা ছিল মনে গো....
ভাংগিলো আদরের জোড়া
ভাংগিলো আদরের জোরা
কিযে গেলো হইয়া....
জলে রইয়া রইয়া ....
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিড়িয়া..........
অনতরে তুষারি আগুন জ্বলে রইয়া রইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো
আমি বুক চিড়িয়া....
অনতরে তুষারি আগুন জ্বলে রইয়া রইয়া
জ্বলে রইয়া রইয়া
জ্বলে রইয়া রইয়া