menu-iconlogo
logo

তুমি মোর জীবনের ভাবনা

logo
بول
তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

দুঃখ সুখের পাখি তুমি

তোমার খাঁচায় এই বুক

সারা জীবন নয়ন যেন

দেখে তোমার এই মুখ

কন্ঠে আমার দাও পরিয়ে

সোহাগের মিলন মালা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

ভালোবাসার নদী তুমি

আমি তোমার দুই কুল

পাগল তুমি ফোটাও যে ফুল

আমি তোমার সেই ফুল

প্রেমের তরে সইবো বুকে

লক্ষ কাঁটার জ্বালা...

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

নিজেকে আমি ভুলতে পারি

তোমাকে যাবে না ভোলা

তুমি মোর জীবনের ভাবনা

হৃদয়ের সুখের ডোলা

aaaaahaa....

aaaaaaaa....

Hmmhmmmhm...

aaaaaaaa....

তুমি মোর জীবনের ভাবনা بذریعہ Andrew Kishore - بول اور کور