menu-iconlogo
huatong
huatong
anila-ke-bashi-bajay-re-orginal-cover-image

Ke Bashi Bajay Re Orginal

Anilahuatong
pkgaulkehuatong
بول
ریکارڈنگز
Ke bashi bajai re

Singer: Anila

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

ঐ বাঁশী কি বিষের বাঁশী

তবু কেন ভালোবাসি

লগ্ন ভোরে আড়াল থেকে

দেখেছি পোড়া হাসি।

ঐ বাঁশী কি বিষের বাঁশী

তবু কেন ভালোবাসি

লগ্ন ভোরে আড়াল থেকে

দেখেছি পোড়া হাসি।

সে যে হৃদয় কখন করলো হরণ

কিছুই জানি না।।

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

নাম ধরে সে ডাকে না যে

তবু কেন মরি লাজে

মন যেন আজ একা একা

বসে না কোন কাজে।

নাম ধরে সে ডাকে না যে

তবু কেন মরি লাজে

মন যেন আজ একা একা

বসে না কোন কাজে।

সে যে চুপিসারে আমায় কেন

দেখেও দেখে না।।

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

কে বাঁশী বাজায় রে

মন কেন নাচায় রে

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

আমার প্রান যে মানে না

কিছুই ভালো লাগে না।

ধন্যবাদ সবাইকে

Anila کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے