menu-iconlogo
huatong
huatong
avatar

Science Achhe (From "Haami 2)

Anindya Chattopadhyayhuatong
mjksebastianhuatong
بول
ریکارڈنگز
সূর্য্যি মামার আছে নাকি মন

মাছেদের হয় কি মন খারাপ

গাছের পাতা আলাদা সব জন

পাখির ডিমে কেমন লাগে তাপ

পিঁপড়ে কথা বলে কোন ভাষায়

হাঁটছে যেন পল্টনেরই সারি

তারাদের কি কারেন্ট যায় বাসায়

মশাদের কি লাগে মশারি

কেমন করে ঘটছে অত্য কিম

চোখ লাগিয়ে দ্যাখ না ভীতুর ডিম্

এ এক আজব খুড়োর কল

মাটির ভিতর অবাক জল

খুঁড়ে দেখলে সবার ভিতর যেন

Science আছে

এ এক আজব খুড়োর কল

মাটির ভিতর অবাক জল

খুঁড়ে দেখলে সবার ভিতর যেন

Science আছে

সবুজ গাছে Science আছে

ময়ূর নাচে Science আছে

রঙিন মাছে Science আছে

হওয়ার টাচে Science আছে

খুঁড়ে দেখলে সবার ভিতর যেন

Science আছে

ছোট মাছ কি training নেয় সাঁতারে

লঙ্কা খেলে ঝাল লাগে কি পাখির

পেঙ্গুইনের হয় কি সর্দি গর্মি

Science জানে হদিশ টুকিটাকির

কেমন করে ঘটছে অত কিম

চোখ লাগিয়ে দ্যাখ না ভীতুর ডিম্

এ এক আজব খুড়োর কল

মাটির ভিতর অবাক জল

খুঁড়ে দেখলে সবার ভিতর যেন

Science আছে

এ এক আজব খুড়োর কল

মাটির ভিতর অবাক জল

খুঁড়ে দেখলে সবার ভিতর যেন

Science আছে

সবুজ গাছে Science আছে

ময়ূর নাচে Science আছে

রঙিন মাছে Science আছে

হওয়ার টাচে Science আছে

Anindya Chattopadhyay کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے