menu-iconlogo
huatong
huatong
avatar

Aaj Khub Megh Koruk/আজ খুব মেঘ করুক - /--Susmita

Anirban Sikdarhuatong
Susmita..🍃🍃huatong
بول
ریکارڈنگز
Susmita uploads ....

#আজ খুব মেঘ করুক #

এ এ এ এ আ..আ আ আ

এ এ এ এ আ..আ আ আ

আজ খুব মেঘ করুক

টিপ টিপ সারাদিন,

যেখানে জল পায় তোর চিবুক

আর ইচ্ছেরা স্বাধীন।

আজ খুব মেঘ করুক

টিপ টিপ সারাদিন,

যেখানে জল পায় তোর চিবুক

আর ইচ্ছেরা স্বাধীন।

চুপি চুপি,

এ এ এ এ আ..আ আ আ

এ এ এ এ আ..আ আ আ

দেখ তোর জন্যে রোদ্দুর নামিয়ে

পর্দা টাঙানো,

কোথ্থাও মন নেই সবচেয়ে দামী এই

কথা জানানো।।

দেখ তোর জন্যে রোদ্দুর নামিয়ে

পর্দা টাঙানো,

কোথ্থাও মন নেই সবচেয়ে দামী এই

কথা জানানো।।

যেখানে ঠোঁটের মন জানে ঠোঁট

যেখানে চোখের নাম Raincoat,

কেউ তো জানবে না কোনোদিন

কিভাবে আদরে বাড়ে চোট,

চুপি চুপি,

এ এ এ এ আ..আ আ আ

এ এ এ এ আ..আ আ আ

******** Family ID : 652773 ******

মেঘেরা বাজালে saxophone

যদি না ভিজিস মিথ্যে এ শ্রাবণ,

দানে দানে এই খেলা জমুক

কানে কানে একটা কথা শোন,

চুপি চুপি,

এ এ এ এ আ..আ আ আ

এ এ এ এ আ..আ আ আ

দেখ তোর জন্যে রোদ্দুর নামিয়ে

পর্দা টাঙানো,

কোথাও মন নেই সবচেয়ে দামী এই

কথা জানানো।

আজ খুব মেঘ করুক

টিপ টিপ সারাদিন,

যেখানে জল পায় তোর চিবুক

আর ইচ্ছেরা স্বাধীন ..

চুপি চুপি,

এ.এ এ এ এ এ এ

**************

Anirban Sikdar کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Aaj Khub Megh Koruk/আজ খুব মেঘ করুক - /--Susmita بذریعہ Anirban Sikdar - بول اور کور