menu-iconlogo
huatong
huatong
avatar

Ronjona ami ar asbo na

Anjan Dutthuatong
moseleysmhuatong
بول
ریکارڈنگز
পাড়ার ঠুকলে ঠ্যাং খোড়া করে দেব

বলেছে পাড়ার দাদারা

অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই

রন্জনা আমি আর আসবোনা

রন্জনা আমি আর আসবো না

arranged shymoon

ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি

পদবীতে ছিল না যে হায়

মসজিদে যেতে হয় তাই জোর

করে যাই বছরে দু একবার

ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি

পদবীতে ছিল না যে হায়

মসজিদে যেতে হয় তাই জোর

করে যাই বছরে দু একবার

বাংলায় সত্তর পাই আমি e am এ

ভালো লাগে খেতে ভাত মাছ

গাজা সিগারেট আমি কোনটাই ছুঁই না

পারিনা চড়তে কোন গাছ

চশমাটা খুলে মুশকিলে পরি

দাদা আমি এখনও যে ইস্কুলে পড়ি

কব্জির জোরে আমি পারবনা

পারবনা হতে আমি রোমিও

তাই দুপুর বেলাতে ঘুমিও

আসতে হবে না আর বারান্দায়

রন্জনা আমি আর আসবোনা

রন্জনা আমি আর আসবো না

বুঝব কি করে আমি তোমার ঐ মেঝ দাদা

শুধু যে তোমার দাদা নয়

আরো কত দাদা গিরি কব্জির কারিগরি

করে তার দিন কেটে যায়

বুঝব কি করে আমি তোমার ঐ মেঝ দাদা

শুধু যে তোমার দাদা নয়

আরো কত দাদা গিরি কব্জির কারিগরি

করে তার দিন কেটে যায়

তাও যদি বলতাম হিন্দুর ছেলে

আমি নিলু বিলু কিংবা নিতাই

মিথ্যে কথা আমি বলতে যে পারিনা

ভেভেভ্যাবেচ্যাকা খাই

চশমাটা খুলে মুশকিলে পড়ি

দাদা আমি এখনও যে ইস্কুলে পড়ি

কব্জির জোরে আমি পারবনা

পারবনা হতে আমি রোমিও

তাই দুপ্পুর বেলাতে ঘুমিও

আসতে হবে না আর বারান্দায়

রন্জনা আমি আর আসবোনা

রন্জনা আমি আর আসবো না

সত্যি কারের প্রেম জানিনাতো

কি সেটা যাচ্ছে জমে home task

লাগছেনা ভালো আর মেট্রো চ্যানেল টা

কান্না পাচ্ছে সারারাত

সত্যি কারের প্রেম জানিনাতো

কি সেটা যাচ্ছে জমে home task

লাগছেনা ভালো আর মেট্রো চ্যানেল টা

কান্না পাচ্ছে সারারাত

হিন্দু কি জাপানী জানিনা তুমি কি

জানে ঐ দাদাদের গ্যাং

সাইকেল টা আমি ছেড়ে দিতে রাজি আছি

পারবনা ছাড়তে এ ঠ্যাং

চশমাটা খুলে মুশকিলে পড়ি

দাদা আমি এখও যে ইস্কুলে পড়ি

কব্জির জোরে আমি পারবনা

পারবনা হতে আমি রোমিও

তাই দুপ্পুর বেলাতে ঘুমিও

আসতে হবে না আর বারান্দায়

রন্জনা আমি আর আসবোনা

রন্জনা আমি আর আসবো না

পাড়ার ঠুকলে ঠ্যাং খোড়া করে দেব

বলেছে পাড়ার দাদারা

অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই

রন্জনা আমি আর আসবোনা

রন্জনা আমি আর আসবো না

রন্জনা আমি আর আসবোনা

রন্জনা আমি আর আসবো না

Anjan Dutt کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے