menu-iconlogo
huatong
huatong
avatar

Tor Moner Pinjiray

Ankur mahamud/Jisan Khan Shuvohuatong
mohd_fiazldhuatong
بول
ریکارڈنگز

আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার

তবুও সে পাষান বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন

নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

যার কারণে ছাড়লাম আমি জগত সংসার

তবুও সে পাষান বন্ধু হইলো না আমার

আমার দুঃখে কান্দে আকাশ কান্দেরে জমিন

নিদয়া তুই পাষান বন্ধু এতো রে কঠিন

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ ...

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ ...

জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো

তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো

এ ভরা জোছনায় ... তুই কার পাশে

কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে

জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো

তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো

এ ভরা জোছনায় ... তুই কার পাশে

কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই

রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়

তখন যদি হায় ... তোরে না পাই

নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই

এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই

রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়

তখন যদি হায় ... তোরে না পাই

নিজের জীবন বৃথা ভাববো করার কিছু নাই

তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাঁই

কারে এতো করলি আপন পর করে আমায়

তুই ভালো থাকিস বন্ধু আমার

সুখে থাকিস রোজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ

তোর স্বপ্নে আমি আসবো ঠিকই

নিতে তোর খোঁজ

Ankur mahamud/Jisan Khan Shuvo کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے