menu-iconlogo
huatong
huatong
avatar

Tuntuni O Moyna Tia

Ankur mahamudhuatong
pault.1105huatong
بول
ریکارڈنگز
টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

আমার এই মাথারি কেশ,

তোর নাকি লেগেছে বেশ।

আমার দুই চোখের কাজল,

করেছে তোরে পাগল।

আমার এই মাথারি কেশ,

তোর নাকি লেগেছে বেশ।

আমার দুই চোখের কাজল,

করেছে তোরে পাগল।

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা,

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা,

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

যদি যাই তোরে ছাইরা,

তুই নাকি যাবি মইরা।

আমারে না দেখিলে,

হইবি তুই পাগলপারা।

যদি যাই তোরে ছাইরা,

তুই নাকি যাবি মইরা।

আমারে না দেখিলে,

হইবি তুই পাগলপারা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা,

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা,

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

Ankur mahamud کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے