menu-iconlogo
huatong
huatong
avatar

ও প্রিয়া প্রিয়া O Priya Priya Bangla

Anuradha Paudwal/Debashish Dasgupta/Kumar Sanuhuatong
ONGKUR🌱huatong
بول
ریکارڈنگز
গানঃ ও প্রিয়া প্রিয়া

কন্ঠঃ অনুরাধা, কুমারশানু, দেবাশিস

Bangla Movie Song

Orient Singer Site (OSS)

=========================

💚💚Upload BY ONGKUR💚💚

💚ছেলে💚

ও প্রিয়া প্রিয়া.. নেই তোমার হিয়া

দেবী না মানবী গো

তুমি কে বুঝি না তো

মনটাকে ভাঙলে যে

ভুলটা কি, আমার তাই বলো...

💚মেয়ে💚

ও প্রিয়া প্রিয়া.. আমি তোমার প্রিয়া

অশ্রু গেছি পান করে

বেঁচে যে আছি মরে

কেনো আমি, অসহায়

বলতে, আমি তা পারিনা

💚ছেলে💚

ও প্রিয়া প্রিয়া.. নেই তোমার হিয়া আআ...

💚💚Upload BY ONGKUR💚💚

💚ছেলে💚

তুমি এত পাষাণী যে যেতো যদি জানা

মনকে এ মন দিতে করতাম মানা

তুমি এত পাষাণী যে যেতো যদি জানা

মনকে এ মন দিতে করতাম মানা

💚মেয়ে💚

ভুল বুঝে আমাকে দোষী যেনো করোনা

যত পারো সাজা দাও বেঈমান বলোনা

💚ছেলে💚

ওগো সজনী, ভুলে যাবে কি

আরো দূরে, তুমি যদি চলে যেতে চাও

💚মেয়ে💚

ও প্রিয়া প্রিয়া.. আমি তোমার প্রিয়া

অশ্রু গেছি পান করে

বেঁচে যে আছি মরে

কেনো আমি, অসহায়

বলতে, আমি তা পারিনা

💚ছেলে💚

ও প্রিয়া প্রিয়া.. নেই তোমার হিয়া আআ...

💚💚Upload BY ONGKUR💚💚

💚ছেলে💚

নেই কোনো সাধ যে, আমার এ জীবনে

মিশে যেতে চাই আমি, আজ শুধু মরনে

নেই কোনো সাধ যে, আমার এ জীবনে

মিশে যেতে চাই আমি, আজ শুধু মরনে

💚মেয়ে💚

একবার দেখে নাও বুকটাকে চিঁরে গো

তোমারই তো ছবিটা আছে শুধু বাঁধানো

💚ছেলে💚

ওগো মরমী সুখেতে থাকো

তুমি শুধু আমারই আজ বলে দাও

💚মেয়ে💚

ও প্রিয়া প্রিয়া.. আমি তোমার প্রিয়া

অশ্রু গেছি পান করে

বেঁচে যে আছি মরে

কেনো আমি, অসহায়

বলতে, আমি তা পারিনা

💚ছেলে ও মেয়ে💚

ও প্রিয়া প্রিয়া..

আমি তোমার প্রিয়া

ও প্রিয়া প্রিয়া..

আমি তোমার প্রিয়া

((( সমাপ্ত )))

Anuradha Paudwal/Debashish Dasgupta/Kumar Sanu کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے