menu-iconlogo
huatong
huatong
arifur-rahman-jonypiran-khan-bhalobashi-bole-dao-cover-image

Bhalobashi Bole Dao

Arifur Rahman Jony/Piran Khanhuatong
emmuemmuhuatong
بول
ریکارڈنگز
হতে পারে রূপকথার এক দেশের

রাতের আকাশের এক ফালি চাঁদ

তোমার আমার চিরকাল

তুমি-আমি হাতে রেখে হাত

ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল

দেখতে পারো কিছু আদুরে সকাল

হতে পারে এ পথের শুরু

নিয়ে যাবে আমাদের অজানায়

তুমি-আমি আমাদের পৃথিবী

সাজিয়ে নিবো ভালোবাসায়

"ভালোবাসি" বলে দাও আমায়

বলে দাও, "হ্যাঁ, সব কবুল"

তুমি শুধু আমারই হবে

যদি করো মিষ্টি এই ভুল

হাতে হাত রাখতে পারো

সন্ধি আঙুলে আঙুল

ভালোবাসা বাড়াতে আরও

হৃদয় ভীষণ ব্যাকুল

প্রতিদিন কী জানি কী হয়ে যায়

শুধু তোমার কল্পনায় ডুবে থাকা

আমায় ভালোলাগায়

ভালোলাগার স্বপ্ন বোনায়

কখনো হারাবে না তুমি

চোখে চোখ রেখে কথা দাও

থাকবে কাছে ছায়ার মত

ছেড়ে যাবে না কোথাও

হতে পারে তোমার একটু চাওয়ায়

এনে দেবো শুকতারা কুড়িয়ে

স্বপ্ন আঁকব চন্দ্র দিয়ে

পূর্ণিমাতে তোমায় বুকে জড়িয়ে

"ভালোবাসি" বলে দাও আমায়

বলে দাও, "হ্যাঁ, সব কবুল"

তুমি শুধু আমারই হবে

যদি করো মিষ্টি এই ভুল

হাতে হাত রাখতে পারো

সন্ধি আঙুলে আঙুল

ভালোবাসা বাড়াতে আরও

হৃদয় ভীষণ ব্যাকুল

Arifur Rahman Jony/Piran Khan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے