menu-iconlogo
huatong
huatong
arijit-chakrabortykajol-chatterjee-aro-ekbar-e-mon-tomake-chay-cover-image

Aro Ekbar E Mon Tomake Chay

Arijit Chakraborty/Kajol Chatterjeehuatong
savita1950huatong
بول
ریکارڈنگز
আরও একবার এ মন তোমাকে চায়

কিছু আবদার তোমাকে করতে চায়

তুমি জুড়ে আমার মনের কল্পনার মিছিলে

চাইছে মন তোমায় ঘিরি আদরে

ও, চলো হারাই দূর নীল সীমানা ছাড়িয়ে

ভাসবো মেঘপালকেরই চাদরে

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

ইচ্ছেরা আমার মেলছে যে ডানা

তোমার এ আকাশের নীলাভে

তোমার আশকারায় এ মন ছন্নছাড়া

কত কী যে বলে যায় আনমনে

তুমি জুড়ে আমার মনের কল্পনার মিছিলে

চাইছে মন তোমায় ঘিরি আদরে

ও, চলো হারাই দূর নীল সীমানা ছাড়িয়ে

ভাসবো মেঘপালকেরই চাদরে

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

তুমি ছাড়া পাগল এ মন

নিঃস্ব জীবন তুমি ছাড়া

Arijit Chakraborty/Kajol Chatterjee کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے