menu-iconlogo
huatong
huatong
avatar

bojena shey bojena

Arijit Singhhuatong
mrsp4pihuatong
بول
ریکارڈنگز
বড় ইচ্ছে করছে ডাকতে

তার গন্ধে মেখে থাকতে

কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়

তাকে আটকে রাখার চেষ্টা

আরোও বাড়িয়ে দিচ্ছে তেষ্টা

আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা বোঝেনা বোঝেনা

বোঝেনা বোঝেনা বোঝেনা

পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে

তার অন্য অন্য ডাকনাম

তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়

সব স্বপ্ন সত্যি হয় কার

তবু দেখতে দেখতে কাটছি

আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা বোঝেনা বোঝেনা

বোঝেনা বোঝেনা বোঝেনা

আজ সব সত্যি মিথ্যে

দিন বলছে যেতে যেতে

মন গুমরে গুমরে মরছে কী উপায়

জানি স্বপ্ন সত্যি হয় না

তবু মন মানতে চায় না

কেন এমন রাত্রি নামছে জানলায়

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা বোঝেনা বোঝেনা

বোঝেনা বোঝেনা বোঝেনা

এটা গল্প হলেও পারতো

পাতা একটা আধটা পড়তাম

খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে

জানি আবার আসবে কালকে

নিয়ে পালকি পালকি ভাবনা

ফের চলে যাবে করে একলা আমাকে

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা সে বোঝেনা

বোঝেনা বোঝেনা বোঝেনা

বোঝেনা বোঝেনা বোঝেনা

Arijit Singh کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے