menu-iconlogo
huatong
huatong
arijit-singh-oboseshe-cover-image

Oboseshe

Arijit Singhhuatong
Holy_Boy_Ganghuatong
بول
ریکارڈنگز
কি যায় আসে মন খারাপে?

সব হারা আর কি হারাবে?

আচমকা ভাঙ্গা মন,

পেলে ছোঁয়া নরম,

এত ভাববে নাকি, তুমিই ভাবো,

অবশেষে ভালোবেসে চলে যাবো

অবশেষে ভালোবেসে চলে যাবো।

.......

মিলছে পায়ে পা চোখ যায় জুড়িয়ে

ভাগাভাগি করে নেবো পাবো যা কুড়িয়ে,

তুমি দেখো আমি আমার

ভাগটাও দিয়ে দেবো,

শুধু দেওয়ার ফাঁকে তোমার

হাতটা ছুঁয়ে নেবো।

চেয়েছিলাম এমন যা হচ্ছে এখন

যতদিন আছি ছেড়ে যেও নাগো,

অবশেষে ভালোবেসে চলে যাবো

অবশেষে ভালোবেসে চলে যাবো।

.......

যদি সময়ে ফিরে যাওয়া শিখে যেতাম

আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম,

আমি জানলে আগে আঘাত কি পেতাম

তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম।

আচমকা ভাঙ্গা মন

পেলে ছোঁয়া নরম,

এত ভাববে নাকি তুমিই ভাবো,

অবশেষে ভালোবেসে চলে যাবো

অবশেষে ভালোবেসে চলে যাবো ..

Arijit Singh کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے