মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালো বাসতে আয়
Upld Mr Sameer
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালো বাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হবো
দু হাতে প্রেম কুড়বো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে আমার কপালে জোটে
দারুন খুশীর দল
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
Upld Mr Sameer
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই
এলাম কাছে তোর
উড়তে বসে তুই তাকালে
মনেরই শহর
একটু দূরেই ডাকছে জীবন
যাচ্ছি চলে তাই
ভাবছি তোকে আঁকছি কতো
রং বাহানায়
যদি মনে ধরে
আমায় সঙ্গে করে
মেঘের মরুকে চল
তোর কথা ওঠে আমার কপালে জোটে
দারুন খুশীর দল
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
Upld Mr Sameer
তোর আঁচলের গন্ধে আছে
চিনতে পারার সুখ
টানলে কাছে লজ্জাতে তোর
নেমেছে চিবুক
কল্পনাদের আশকারা দিই
ইচ্ছে গাছে জল
অল্প আলোর অল্প ছায়ায়
গল্পঃ আমায় বল
আমি যেতে পারি হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে আমার কপালে জোটে
দারুন খুশীর দল
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
মন আমার তোর কিনারে
হারালো দিন দাহারে
সে তো আর মানছে না রে
এবার ভালো বাসতে আয়
তোর ছায়ার সঙ্গী হবো
দু হাতে প্রেম কুড়বো
আমাকে চুপটি করে
মনের কথা বলতে আয়
আমি যেতে পারি হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল
তোর কথা ওঠে আমার কপালে জোটে
দারুন খুশীর দল
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল?
কে তুই বল..?