menu-iconlogo
huatong
huatong
arjama-brahul-dutta-chole-aye-amar-sohor-cover-image

Chole Aye Amar Sohor

Arjama B/Rahul Duttahuatong
boellen1huatong
بول
ریکارڈنگز
তোর আকাশে যদি আসে ঝড়

চলে আসবি আমার শহর

তোকে নিয়ে বাঁধবো ঘর

স্বপ্ন রচি জীবনভর

তোর আকাশে যদি আসে ঝড়

চলে আসবি আমার শহর

তোকে নিয়ে বাঁধবো ঘর

স্বপ্ন রচি জীবনভর

চলে আয়, চলে আয় আমার শহর

যেখানে তুই-আমি বাঁধবো ঘর

চলে আয়, চলে আয় আমার শহর

যেখানে তুই-আমি বাঁধবো ঘর

রঙিন চাদরে মুড়ে থাকবো অপেক্ষায়

আমার বেলা বাড়তে দাও, আগলে রাখবো তোমায়

রঙিন চাদরে মুড়ে থাকবো অপেক্ষায়

আমার বেলা বাড়তে দাও, আগলে রাখবো তোমায়

একসাথে হাত ধরে রাস্তা হবো পার

তোকে নিয়ে কেটে যাবে আমার সন্ধ্যে-সকাল

চলে আয়, চলে আয় আমার শহর

যেখানে তুই-আমি বাঁধবো ঘর

চলে আয়, চলে আয় আমার শহর

যেখানে তুই-আমি বাঁধবো ঘর

দু'চোখ ভরে দেখবো শুধু, আঁকবো ছবি তোর

আকশের চিলেকোঠায় রাত শেষে আসবে ভোর

দু'চোখ ভরে দেখব শুধু, আঁকবো ছবি তোর

আকশের চিলেকোঠায় রাত শেষে আসবে ভোর

তোমায় ছাড়া ছন্নছাড়া, কাটে না প্রহর

শরীর বেয়ে শিরায় শিরায় উঠুক তুফান-ঝড়

চলে আয়, চলে আয় আমার শহর

যেখানে তুই-আমি বাঁধবো ঘর

চলে আয়, চলে আয় আমার শহর

যেখানে তুই-আমি বাঁধবো ঘর

চলে আয়, চলে আয়

চলে আয়, চলে আয়

Arjama B/Rahul Dutta کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے