menu-iconlogo
huatong
huatong
avatar

Tomake Chuye Dilam

arjit singh huatong
myriamgalvanhuatong
بول
ریکارڈنگز
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ

মন তোমাকে ছুঁয়ে দিলাম

নাম বুকের বোতাম হারানো খাম

আজ কেনো যে খুঁজে পেলাম

দিন এখনও রঙ্গীন

এই দিন এখনও রঙ্গীন

তাকে আদরে তুলে রাখলাম

আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ

মন তোমাকে ছুঁয়ে দিলাম

নাম বুকের বোতাম হারানো খাম

মন রাখা আছে কোন

ঈশানকোণে বিষন্নতায়

চোখ কাটাকুটি হোক

সহজ খেলার সময় কোথায়

এই নরম অসুখ হাওয়ায় হাওয়ায়

সেরে যাক

ফের সন্ধ্যে নামুক

ব্যাথা তোমায় ছেড়ে যাক

চুপ মূহুর্ত চুপ

ঠোঁটের তুরুপ

এই তোমাকে ছুঁয়ে দিলাম

নাম বুকের বোতাম হারানো খাম

আজ কেনো যে খুঁজে পেলাম

ঠোঁট লুকিয়েছে চোখ

যে রাস্তা যায় তোমার মনে

চুল বুনেছে আঙ্গুল

রাতের পিঠে তারা গুনে

কেউ জানে না দিন

ফিরবে কিনা কোনদিন

নীল কুয়াশা ঘর

ভুলে যাওয়াই সমীচীন।।

চুপ মূহুর্ত চুপ

ঠোঁটের তুরুপ

এই তোমাকে ছুঁয়ে দিলাম

নাম, বুকের বোতাম, হারানো খাম

আজ কেনো যে খুঁজে পেলাম

দিন এখনও রঙ্গীন

এই দিন এখনও রঙ্গীন

তাকে আদরে তুলে রাখলাম

আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ

মন তোমাকে ছুঁয়ে দিলাম

নাম বুকের বোতাম হারানো খাম

arjit singh کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے