সুইটি, তুমি আর কেঁদো না
অভিমান করো না
দূরে দূরে থেকো না
ঘুম আসে না
ঘুম আসে না
না রে, না, ঘুম আসে না
সুইটি, তুমি আর কেঁদো না
অভিমান করো না
দূরে দূরে থেকো না
ঘুম আসে না
না, ঘুম আসে না
না রে, না, ঘুম আসে না
তুমি-আমি এ তরীর হাল ধরেছি
পাড়ি দেবো মোরা বহুদূর
পথে বাধা, কত পাহাড়-মরু
তবু তুমি ভেঙে পড়ো না, পড়ো না
ঘুম আসে না
না, ঘুম আসে না
না রে, না, ঘুম আসে না
সুইটি, তুমি আর কেঁদো না
আমি হাঁটি কোনো পথ না মাড়ানো পথে
কন্ঠে কত গান, কত সুর
তুমি আছো শত মাইল পথ দূরে
এত কী বেদনা সয় না, সয় না
ঘুম আসে না
না, ঘুম আসে না
না রে, না, ঘুম আসে না
সুইটি, তুমি আর কেঁদো না
অভিমান করো না
দূরে দূরে থেকো না
ঘুম আসে না
ঘুম আসে না
না রে, না, ঘুম আসে না
সুইটি, তুমি আর কেঁদো না
অভিমান করো না
দূরে দূরে থেকো না
ঘুম আসে না
না, ঘুম আসে না
না রে, না, ঘুম আসে না
সুইটি