menu-iconlogo
huatong
huatong
avatar

Fanush

Arman Alifhuatong
🇧🇩EyaminHossain☔G🅱️☔huatong
بول
ریکارڈنگز
বন্ধু আমার পরের তরে মন বান্ধিলো হায়

আমি কি করে ফিরাইবো তারে আমার অন্তরায়

কার হাতে সেই নাটাই-সুতো

ঘুড়িটা আজ কার ?

আমার আকাশ শুন্য ভীষণ মেঘময় মায়ায়

তুমি নাহয় তোমার মতো

হারায় গেলা রে

এখন এই ছেলেটা থাকবে ভালো

ভাবলে কেমনে?

তুমি সপ্নের ঘোরে আর আইসো না,

আর আইসো না রে

ঘুমে ঘুমে কাঁদতে আর ভাল্লাগেনা রে

উইড়া গেলো রে, সে উইড়া গেলো রে

যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে

তুই কার আকাশে আজ ফানুস হয়ে রে

রং-বে-রঙের আলো ছড়াস মায়া দিয়া রে (x2)

আজ আমি রিক্সায় বসে পাশের সিটে

কারে খুঁজে যাই ?

আমি কার কে বা আমার হিসাবরে মিলাই

চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় ?

তোমার জন্যে মায়া আমার আইজও কমে নাই (x2)

তুমি আজ সাজতে বসো কে আসবে বলে

তোমার আয়না টা কি ভাবায় আমায় ?

তুমি তাকালে।

হারিয়ে যাবার পরেও কি আর একটু খুঁজো নাই ?

একদিন খুঁজবে ঠিকই দেখবে সেদিন

এই আমি আর নাই।

উইড়া গেলো রে, সে উইড়া গেলো রে

যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে

তুই কার আকাশে আজ ফানুস হয়ে রে

রং-বে-রঙের আলো ছড়াস মায়া দিয়া রে। (x2)

যেদিন ইন্সটাগ্রামে কমাই ছিলা একটা ফলোয়ার

সেদিন থেকে হাসিমুখের ছবি নাই আমার

তোমার ফেসবুকের ওই কভারটাতে হাসিমুখটা কার ?

আমার হাসি কেড়ে তুমি সুখেতে ছারখার। (x2)

আর আজোও লাভ রিয়েক্টে খোঁজো

কি আর আমার আইডিটা?

নাকি ব্লকলিস্টেই মানায় আমার

নষ্ট প্রোফাইল্টা।

তুমি রেগে গেলে রাগ ভাঙ্গাতে গান শোনায় কে ?

শুধু আমি এখজন যে তোমাকে ভালোবেসেছে।

উইড়া গেলো রে, সে উইড়া গেলো রে

যে মেয়েটা রাখতো মায়া চোখের কাজলে

তুই কার আকাশে আজ ফানুস হয়ে রে

রং-বে-রঙের আলো ছড়াস মায়া দিয়া রে (x2)

Arman Alif کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے