menu-iconlogo
huatong
huatong
avatar

Oniket Prantor (Bangladesh)

Artcellhuatong
nlsaliguhuatong
بول
ریکارڈنگز
তবু এই দেয়ালের শরীরে

যতো ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ

পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার

যতো উদ্ভাসিত আলো রং

আকাশের মতন অকস্মাত নীল

নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ

তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে

দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে

বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ

তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে

ভিড়ে ভরে গেছে ঘুম আমার

অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে

সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে

....music....

follow me

....music....

মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে

আলোর নির্বাসন স্মৃতির মতো

অবিকল স্বপ্নঘর বাঁধা

স্মৃতির অন্ধ নির্জনে

যুদ্ধের বিপরীতে

এখানে স্বরনীর লেখা নেই

নাম, কোন শহীদ সড়কে

তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর

জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন

তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা

এখানে নির্জন

Artcell کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے