মেয়েঃ কি প্রেম দেখাইলা বন্ধু--
কি প্রেম দেখাইলা বন্ধু---
মন যমুনায় ঢেউ লেগেছে
ঢেউ লেগেছে প্রাণে,
ভালবাসার মিলন হবে
বন্ধু তোমার সনে---
হা,মন যমুনায় ঢেউ লেগেছে
ঢেউ লেগেছে প্রাণে,
ভালবাসার মিলন হবে
বন্ধু তোমার সনে,
হয়ে গেলো জানা জানি--
সবাই করে কানা কানি--
প্রেমের মালা গলায় দিয়া
প্রানে মারিলা,
কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,
কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,
ছেলেঃ মন যমুনায় ঢেউ লেগেছে
ঢেউ লেগেছে প্রাণে,
ভালবাসার মিলন হবে
বন্ধু তোমার সনে,
হয়ে গেলো জানা জানি--
সবাই করে কানা কানি--
প্রেমের মালা গলায় দিয়া
প্রানে মারিলা,
কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,
কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,
মেয়েঃ কি প্রেম দেখাইলা বন্ধু
কি প্রেম দেখাইলা বন্ধু---
এসো, কাছেতে এসো--
একটু করো আদর--
ছেলেঃ ওই আকাশের নীলে
তুমি আমি মিলে
সাজাবো প্রেমের বাসর--
মেয়েঃ ও ও এসো,কাছেতে এসো
একটু, করো আদর--
ছেলেঃ ওই আকাশের নীলে
তুমি আমি মিলে,
সাজাবো, প্রেমের বাসর,
মেয়েঃ হায়,মনটা করে উরু উরু--
পরান কাপে দুরু দুরু--
প্রেমের মন্ত্র দিয়া বন্ধু কাছে টানিলা,
ছেলেঃ হেই,কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,
কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা--
কি প্রেম দেখাইলা বন্ধু
এই মন, আমারি এই মন
তোমায় কাছে পেতে চায়--
মেয়েঃ এই বুকে জ্বলে আগুন
কাটেনা তো ফাগুন
ঘুম আসেনা, চোখের পাতায়--
ছেলেঃ ও ও এই মন, আমারি এই মন
তোমায় কাছে পেতে চায়--
মেয়েঃ এই বুকে জ্বলে আগুন
কাটেনা তো ফাগুন
ঘুম আসেনা, চোখের পাতায়---
ছেলেঃ করেছো কি জাদু টুনা---
হয়ে গেছি দি-বা-না---
বুকের মাঝে, ঘর বানাইয়া
পাগল করিলা
মেয়েঃ কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,
কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,
ছেলেঃ মন যমুনায় ঢেউ লেগেছে
ঢেউ লেগেছে প্রাণে,
মেয়েঃ ভালবাসার মিলন হবে
বন্ধু তোমার সনে,
ছেলেঃ হয়ে গেলো জানা জানি--
মেয়েঃ সবাই করে কানা কানি--
ছেলেঃ প্রেমের মালা গলায় দিয়া
প্রানে মারিলা,
মেয়েঃ কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,
ছেলেঃ হেই,কি প্রেম দেখাইলা রে বন্ধু
কি প্রেম, দেখাইলা,