menu-iconlogo
huatong
huatong
avatar

amar majhe nei ekhon ami

Asif/Saminahuatong
offermanhuatong
بول
ریکارڈنگز
গা গা পা রে রে সানি

সাসা সা গা মা

গা গা পা রে রে সানি

সাসা সা গা মা

রা রা রা রারা রারা রা

রা রা রা রারা রারা রা

হা হা হা হাহা হা

হা হা হাহা হা হা

আমার মাঝে নেই এখন আমি

সপ্নের সিড়ি বেয়ে সরগে নামি

যেন অন্য রকম এক ভালোবাসাতে

ডুবে আছি তুমি কাছে আসাতে

মন যেন এক উদাসি কবি

ভাল লাগে রাত

ভাল লাগে চাঁদ

ভাল লাগেরে সবি

ওই ওই ওই ওই ওই

ভাল লাগে ফুল

কিছু কিছু ভুল

ভাল লাগেরে সবি

সাসা সারে সারে সারি

সাসা সা রে সা

সাসা সারে সারে সারি

সাসা সা রে সা

হ যেদিকে তাকাই যেখানে চোখ যায়

সেখানে দেখি তোমায়

লোকচোরি মন লোকচোরি সুখ

লোকিয়ে রয় ভাবনায়

হ যেদিকে তাকাই যেখানে চোখ যায়

সেখানে দেখি তোমায়

লোকচোরি মন লোকচোরি সুখ

লোকিয়ে রয় ভাবনায়

যেন অন্য রকম এক ভালোবাসাতে

ডুবে আছি তুমি কাছে আসাতে

মন যেন এক উদাসি কবি

ভাল লাগে রাত

ভাল লাগে চাঁদ

ভাল লাগেরে সবি

ভাল লাগে ফুল

কিছু কিছু ভুল

ভাল লাগেরে সবি

হুম হৃদয়ে কাঁপন তুলেছে হাওয়া

তুমি কি হাওয়ার নুপুর

জাগিয়ে রাখো সুখেরি দোলায়

আমাকে রাত্রি দুপুর

হ হৃদয়ে কাঁপন তুলেযে হাওয়া

আমি সেই হাওয়ার নুপুর

জাগিয়ে রেখেছি সুখেরি দোলায়

তোমাকে রাত্রি দুপুর

যেন অন্য রকম এক ভালোবাসাতে

ডুবে আছি তুমি কাছে আসাতে

মন যেন এক উদাসি কবি

ভাল লাগে রাত

ভাল লাগে চাঁদ

ভাল লাগেরে সবি

ওই ওই ওই ওই ওই

ভাল লাগে ফুল

কিছু কিছু ভুল

ভাল লাগেরে সবি

ভাল লাগে রাত

ভাল লাগে চাঁদ

ভাল লাগেরে সবি

ভাল লাগে ফুল

কিছু কিছু ভুল

ভাল লাগেরে সবি

লা লা লা লা

হুম হুম হুম হুম

followed ne t new song

Asif/Samina کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے