menu-iconlogo
logo

অকারনে তুলশীর মুলে

logo
بول

অকারনে তুলসীর মূলে।

অকারনে তুলসীর মূলে জ্বল ডালিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

অকারনে তুলসীর মূলে।

অকারনে তুলসীর মূলে জ্বল ডালিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

Flow me...

আগে যদি জানতাম আমি.....

প্রেম শিখাইয়া যাইবা তুমি..

আগে যদি জানতাম আমি...

প্রেম শিখাইয়া যাইবা তুমি...

আমি না বুঝিয়া নতুন যৌবন..

না বুঝিয়া নতুন যৌবন তারে সঁপিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

প্রেম করা নয় প্রানে মরা....

জাতি সাপের লেজে ধড়া...

প্রেম করা নয় প্রানে মরা..

জাতি সাপের লেজে ধরা...

আমি না বুঝিয়া লোক সমাজে।

না বুঝিয়া লোক সমাজে দুষি হইলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

কালা মিয়া হইল সারা....

প্রান বন্ধুর পিরিতে মরা....

কালা মিয়া হইল সারা....

প্রান বন্ধুর পিরিতে মরা...

আমি না জানিয়া বন্ধুর শনে..

না জানিয়া বন্ধুর শনে পিরিত বাড়াইলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

অকারনে তুলসীর মূলে।

অকারনে তুলসীর মূলে জ্বল ডালিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

তার দেখা না পাইলাম শুধু ভালবাসিলাম।

অকারনে তুলশীর মুলে بذریعہ Asif - بول اور کور