L MUSIC R
কেমন আছো তুমি ।
সুখি হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা ।
কেমন আছো তুমি ।
সুখি হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা ।
তুমি তো..জানোনা
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
মন পায়া যায়ানা..
হয়েছে হৃদয় মরু ভূমি,বালু চর
হয়েগেছি কস্টে কাতর..
কাঁদলেও চোখে আর জল আসেনা
চোখ দুটি করেছি পাথর..
হয়েছে হৃদয় মরু ভূমি,বালু চর
হয়েগেছি কস্টে কাতর..
কাঁদলেও চোখে আর জল আসেনা
চোখ দুটি করেছি পাথর..
তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
নিজেকে করেছি উদাশী যাযা বর
ভেঙ্গেগেসে সুখে,বাধা ঘর..
দিয়েছো আঘাত খুব যতনো করে
যে আঘাতে পোড়ে অন্তর..
নিজেকে করেছি উদাশী যাযা বর
ভেঙ্গেগেসে সুখে,বাধা ঘর..
দিয়েছো আঘাত খুব যতনো করে
যে আঘাতে পোড়ে অন্তর..
তুমি তো জানোনা,প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
কেমন আছো তুমি ।
সুখি হতে পেরেছো কিনা
জানতে বড় সাধ হয়
আমাকে ভুলেছো কিনা ।
তুমি তো..জানোনা
প্রেম নয় ছলনা
প্রেমিকের মন ভেঙ্গে..
মন পায়া যায়ানা..
মন পায়া যায়ানা..
মন পায়া যায়ানা..
মন পায়া যায়ানা..