menu-iconlogo
logo

তুমি ছাড়া একদিন

logo
بول

তুমি ছাড়া একদিন

বেছে থাকা যে কঠিন

জেনে গেছে এই হৃদয়

ও জেনে গেছে এই হৃদয়

তুমি ছাড়া একদিন

বেছে থাকা যে কঠিন

জেনে গেছে এই হৃদয়

ও জেনে গেছে এই হৃদয়

লাগে শূন্য বড়ো

ধরো হাতটা ধরো

তুমি থাকলে দূরে

এই প্রাণ যায় ওড়ে

একা একা মনে হয়

জেনে গেছে এই হৃদয়

যতই ওই চোখে দুচোখ বাড়ায়

ততই প্রেমেরেই গভীরে হারায়

আমি সেই প্রেমে হলাম বন্দিনী

আমি তোমারই প্রিয় নন্দিনী

তুমি আছো বলে

আমি আছি তাই

কোনো কিছু হলে

আমি তো নাই

জেনে গেছে এই হৃদয়

ও জেনে গেছে এই হৃদয়

তুমি ছাড়া একদিন

বেচে থাকা যে কঠিন

জেনে গেছে এই হৃদয়

ও জেনে গেছে এই হৃদয়

হৃদয় পেয়েছে হাজারো আশা

নতুন করেছে এই ভালোবাসা

তোমার ভাবনার হাওয়াতে উড়ি

তোমার আকাশে হয়েছে ঘড়ি

এসো মুখোমুখি বসি কিছুক্ষণ

লাগে আর সুখি তুমি এই জীবন

জেনে গেছে এই হৃদয়

ও জেনে গেছে এই হৃদয়

তুমি ছাড়া একদিন

বেচে থাকা যে কঠিন

জেনে গেছে এই হৃদয়

ও জেনে গেছে এই হৃদয়

লাগে শূন্য বড়ো

ধরো হাতটা ধরো

তুমি থাকলে দূরে

এই প্রান যায় ওড়ে

একা একা মনে হয়

জেনে গেছে এই হৃদয়'..

--------------------=

তুমি ছাড়া একদিন بذریعہ Asif - بول اور کور