menu-iconlogo
logo

যখনি ভাবি আমি তোমার কথা

logo
بول

112307#120498

যখন’ই ভাবি আমি তোমার কথা,

তোলপাড় করে বুকে বিষন্নতা,

যখন’ই ভাবি আমি তোমার কথা,

তোলপাড় করে বুকে বিষন্নতা,

একা থাকার ব্যাথা আগে বুঝিনি;

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

যখন’ই ভাবি আমি তোমার কথা,

তোলপাড় করে বুকে বিষন্নতা,

একা থাকার ব্যাথা আগে বুঝিনি;

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

112307#120498

চোখের আড়াল হয়েছো তুমি,

কখনো ফিরে আসোনি,

ও চোখের আড়াল হয়েছো তুমি,

কখনো ফিরে আসোনি,

এভাবে হারালে কেনো বলে যাওনি;

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

যখন’ই ভাবি আমি তোমার কথা,

তোলপাড় করে বুকে বিষন্নতা,

একা থাকার ব্যাথা আগে বুঝিনি;

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

112307#120498

সুখের প্রহর ফুরিয়ে গেছে,

দুঃখ কে ঘিরে রাখি,

ও সুখের প্রহর ফুরিয়ে গেছে,

দুঃখ কে ঘিরে রাখি,

তুমি ছাড়া কি করে থাকি একাকী;

ও সজনী,কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী,কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

যখন’ই ভাবি আমি তোমার কথা,

তোলপাড় করে বুকে বিষন্নতা,

একা থাকার ব্যাথা আগে বুঝিনি;

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোন

যখন’ই ভাবি আমি তোমার কথা,

তোলপাড় করে বুকে বিষন্নতা,

একা থাকার ব্যাথা আগে বুঝিনি;

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

ও সজনী, কেনো কথা দিয়ে তুমি কথা রাখোনি

-----------------------------------------