menu-iconlogo
logo

Ekhono Majhe Majhe

logo
بول
এখনো মাঝে মাঝে

মাঝ রাতে ঘুমের ঘোরে

শুনি তোমার পায়ের আওয়াজ

যেনো তুমি এসেছো ফিরে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

এই রাত সেই রাত

কেটে গেছে কতো রাত

কষ্টের হাওয়া বুকে নিয়ে

আর পড়ে আছে কতোনা স্মৃতি

বন্দী মনের কারাগারে

এই রাত সেই রাত

কেটে গেছে কতো রাত

কষ্টের হাওয়া বুকে নিয়ে

আর পড়ে আছে কতোনা স্মৃতি

বন্দী মনের কারাগারে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

এই প্রান এই মন

কেঁদে বলে সারাক্ষন

ভুলে গিয়ে আছো তুমি সুখে

আমি কাটাই প্রহর আর ভালোবাসা

একা বেদনারই চরে

এই প্রান এই মন

কেঁদে বলে সারাক্ষন

ভুলে গিয়ে আছো তুমি সুখে

আমি কাটাই প্রহর আর ভালোবাসা

একা বেদনারই চরে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

এখনো মাঝে মাঝে

মাঝ রাতে ঘুমের ঘোরে

শুনি তোমার পায়ের আওয়াজ

যেনো তুমি এসেছো ফিরে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে

Ekhono Majhe Majhe بذریعہ Asif - بول اور کور