menu-iconlogo
huatong
huatong
avatar

Boka Pakhi Apon Chinli Na

Atif Ahmed Niloyhuatong
lolli1pophuatong
بول
ریکارڈنگز
হা, হাহা হা..

হাহা হাহা হা

আহা,হা, আহা হা,

আহা হা হা.হা..

যারে পাখি উইরা যা

খাইলি বুকের কলিজা

বোকা পাখি আপন চিনলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে

ছিঁড়া খাইলি আমার কলিজা

ওরে বোকা পাখি আপন চিনলি না

কেউ কপি করবেন না

নতুন গান পতে পাশে থাকবেন

রাত ফুরিয়ে সকাল আসে

তারা থাকে চাঁদের পাশে

চাঁদ না থাকলে তারা অসহায়

হায় রে চাঁদ না থাকলে তারা অসহায়

রাত ফুরিয়ে সকাল আসে

তারা থাকে চাঁদের পাশে

চাঁদ না থাকলে তারা অসহায়

হায় রে চাঁদ না থাকলে তারা অসহায়

আমারি চাঁদ ছিলি যে তুই

এক থুইয়া হারাইলি কোই

তোরে ছাড়া আমি আসহায়

হায় রে বোকা পাখি আপন চিনলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

একটা ডালে দুইটা পাখি

ছিলো কতো মাখামাখি

একটা পাখি কদর বুঝলো না

না রে একটা পাখি কদর বুঝলো না

একটা ডালে দুইটা পাখি

ছিলো কতো মাখামাখি

একটা পাখি কদর বুঝলো না

না রে একটা পাখি কদর বুঝলো না

পাখির মতো উড়াল দিলি

একা করে চলে গেলি

একটা বারও ফিরা চাইলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

যারে পাখি উইরা যা

খাইলি বুকের কলিজা

বোকা পাখি আপন চিনলি না

না রে বোকা পাখি আপন চিনলি না

ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে

ছিঁড়া খাইলি আমার কলিজা

ওরে বোকা পাখি আপন চিনলি না

Atif Ahmed Niloy کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

Boka Pakhi Apon Chinli Na بذریعہ Atif Ahmed Niloy - بول اور کور