menu-iconlogo
huatong
huatong
atiya-anishatariq-mridha-mon-pagol-tor-jonno-cover-image

Mon Pagol Tor Jonno

Atiya Anisha/Tariq Mridhahuatong
whoishe2huatong
بول
ریکارڈنگز
চোখের কাজলে

হারিয়ে আমি প্রেমে অন্ধ বিভোর

এই মনে লেগে গেছে যে কখন

তোর আদর-ভালোবাসার ঘোর

তুই ছাড়া মন চায় না কিছু অন্য

এই মন হয়েছে পাগল তোর জন্য

মন পাগল তোর জন্য

মন পাগল তোর জন্য

হৃদয় শীতল করে তোর হাসিতে

চাইছি তোকে তাই রোজ ইবাদতে

হৃদয় শীতল করে তোর হাসিতে

চাইছি তোকে তাই রোজ ইবাদতে

তুই প্রজাপতি, আমি অরণ্য

তুই ছাড়া মন চায় না কিছু অন্য

এই মন হয়েছে পাগল তোর জন্য

মন পাগল তোর জন্য

মন পাগল তোর জন্য

আমি ছুঁয়ে তোর মনের অতল

গড়বো এক প্রেমেরই তাজমহল

আমি ছুঁয়ে তোর মনের অতল

গড়বো এক প্রেমেরই তাজমহল

আমার এ ভালোবাসা তোর জন্য

তুই ছাড়া মন চায় না কিছু অন্য

এই মন হয়েছে পাগল তোর জন্য

মন পাগল তোর জন্য

মন পাগল তোর জন্য

Atiya Anisha/Tariq Mridha کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے