menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার আমার প্রেম

Ayub Bachchu/Kanak Chapahuatong
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️huatong
بول
ریکارڈنگز
লিরিক্সঃ তোমার আমার প্রেম এক জনমের নয়

শিল্পীঃ আইয়ুব বাচ্চু ও কনকচাঁপা

সিনেমাঃ আম্মাজান

==================

প্রথম পার্টঃ ছেলে

দ্বিতীয় পার্টঃ মেয়ে

===================

ছেলেঃ হে-লালা লালা লালা লা

হে-লালা লালা লালা লা

বাংলা সঙ্গীত একাডেমি

Wait.............

ছেলেঃ তোমার আমার প্রেম

এক জনমের নয়

তোমার আমার প্রেম

এক জনমের নয়

মেয়েঃ হাজার বছর আগেও বুঝি

ছিল পরিচয় আমার এমন মনে হয়

ছেলেঃ হাজার বছর আগেও বুঝি

ছিল পরিচয় আমার এমন মনে হয়

মেয়েঃ তোমার আমার প্রেম

এক জনমের নয়

তোমার আমার প্রেম

এক জনমের নয়

বাংলা সঙ্গীত একাডেমি

Wait.............

ছেলেঃ হো-একই মাটির গড়া যেন

এই দু'জনার দেহ

মেয়েঃ বিধি ছাড়া পর করিতে

পারবেনা আর কেহ রে

পারবেনা আর কেহ

===================

ছেলেঃ হো-একই মাটির গড়া যেন

এই দু'জনার দেহ

মেয়েঃ বিধি ছাড়া পর করিতে

পারবেনা আর কেহ রে

পারবেনা আর কেহ

ছেলেঃ এই না প্রেমের নাই কোন শেষ

নাইরে কোন ক্ষয়

আমার এমন মনে হয়

মেয়েঃ তোমার আমার প্রেম

এক জনমের নয়

তোমার আমার প্রেম

এক জনমের নয়

ছেলেঃ হাজার বছর আগেও বুঝি

ছিল পরিচয় আমার এমন মনে হয়

মেয়েঃ হাজার বছর আগেও বুঝি

ছিল পরিচয় আমার এমন মনে হয়

ছেলেঃ তোমার আমার প্রেম

এক জনমের নয়

তোমার আমার প্রেম

এক জনমের নয়

বাংলা সঙ্গীত একাডেমি

Wait.............

ছেলেঃ হো-বুকের ভিতর তুমি যেন

ছোট্ট প্রাণের পাখি

মেয়েঃ এই পাখিটা উড়ে গেলে

বন্ধ হবে আঁখি রে..

বন্ধ হবে আঁখি

==================

ছেলেঃ হো বুকের ভিতর তুমি যেন

ছোট্ট প্রাণের পাখি

মেয়েঃ এই পাখিটা উড়ে গেলে

বন্ধ হবে আঁখি রে

বন্ধ হবে আঁখি

ছেলেঃ এক সূতাতে এই দুটি প্রাণ

বাঁধা যেন রয় আমার এমন মনে হয়

মেয়েঃ তোমার আমার প্রেম

এক জনমের নয়

তোমার আমার প্রেম

এক জনমের নয়

ছেলেঃ হাজার বছর আগেও বুঝি

ছিল পরিচয় আমার এমন মনে হয়

মেয়েঃ হাজার বছর আগেও বুঝি

ছিল পরিচয় আমার এমন মনে হয়

ছেলেঃ হুম তোমার আমার প্রেম

এক জনমের নয়

তোমার আমার প্রেম

এক জনমের নয়

বাংলা সঙ্গীত একাডেমি

======ধন্যবাদ=====

Ayub Bachchu/Kanak Chapa کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے