সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম।
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি।
ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে
চলো বদলে যাই......
তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়,
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে।
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।