মেয়েঃ ভালোবাসার পানের খিলি
ভালোবাসার পানের খিলি
মুখে দেবো তুইলে
প্রেমের বাক্স দেবো খুইলে
বন্ধু আমার বাড়ি আইসো
প্রেমের বাক্স দেবো খুইলে
ছেলেঃ ভালোবাসার পানের খিলি
ভালোবাসার পানের খিলি
মুখে দেবো তুইলে
প্রেমের বাক্স দেবো খুইলে
বন্ধু আমার বাড়ি আইসো
প্রেমের বাক্স দেবো খুইলে
শিল্পীঃ ইমরান ও কণা
গীতিকারঃ শাহ আলম সরকার
সুরকারঃ ইমন সাহা
ছায়াছবিঃ দহন
মেয়েঃ গোলাপজলে স্নান করাইয়ে
আতর দেবো ঢেইলে
বন্ধু আতর দেবো ঢেইলে
মান করিলে মান ভাঙাইয়ে
শরবত দেবো গুইলে
প্রেমের বাক্স দেবো খুইলে
বন্ধু আমার বাড়ি আইসো
প্রেমের বাক্স দেবো খুইলে
MUSIC
ছেলেঃপাছে যদি যাওগো বন্ধু
তুমি আমায় ভুইলে
বন্ধু তুমি আমায় ভুইলে
পাছে যদি যাওগো বন্ধু
তুমি আমায় ভুইলে
বন্ধু তুমি আমায় ভুইলে
মধুর চাকের মত তাইতো
থাকবো গলায় ঝুইলে
প্রেমের বাক্স দেবো খুইলে
বন্ধু আমার বাড়ি আইসো
প্রেমের বাক্স দেবো খুইলে
মেয়েঃ ভালোবাসার পানের খিলি
ভালোবাসার পানের খিলি
মুখে দেবো তুইলে
প্রেমের বাক্স দেবো খুইলে
ছেলেঃ বন্ধু আমার বাড়ি আইসো
প্রেমের বাক্স দেবো খুইলে
মেয়েঃ প্রেমের বাক্স দেবো খুইলে
ছেলে+মেয়েঃ প্রেমের বাক্স দেবো খুইলে
ধন্যবাদ