menu-iconlogo
huatong
huatong
avatar

lukochuri khelona

Balamhuatong
ross042huatong
بول
ریکارڈنگز
এভাবে আরে ডেকোনা

বাঁকা চোখে চেয়ো না

হরন হয়ে যাবো

আমায় খুঁজে পাবে না

লুকোচুরি খেলো না

দিও না যাতনা

মান অভিমান ভুলে

আমায় কাছে ডাকো না

প্রেম যমুনার মাতাল ডিংগায়

আমায় পার করো না

ঘুরে ঘুরে দিশেহারা

হলাম আমি দিওয়ানা

ও ও ও হো...হো...হো

নারে না নারে না নানা

নারে না নারে না নানা

সাঁঝের আধার ঘনায়

তোমার শীতল মায়ায়

সোহাগের শিহরণে

মায়াডোরে বাঁধো না

লুকোচুরি খেলো না

দিও না যাতনা

মান অভিমান ভুলে

আমায় কাছে ডাকো না

প্রেম যমুনার মাতাল ডিংগায়

আমায় পার করো না

ঘুরে ঘুরে দিশেহারা

হলাম আমি দিওয়ানা

arrange shymoon

to get more song,search shymoonkhan

& check my songbook

দখিনা হাওয়া দোলে

এলোমেলো তোমার চুলে

বৃষ্টির অঝোর ধারায়

আমায় সিক্ত করো না

লুকোচুরি খেলো না

দিও না যাতনা

মান অভিমান ভুলে

আমায় কাছে ডাকো না

প্রেম যমুনার মাতাল ডিংগায়

আমায় পার করো না

ঘুরে ঘুরে দিশেহারা

হলাম আমি দিওয়ানা

এভাবে আরে ডেকোনা

বাঁকা চোখে চেয়ো না

হরন হয়ে যাবো

আমায় খুঁজে পাবে না

লুকোচুরি খেলো না

দিও না যাতনা

মান অভিমান ভুলে

আমায় কাছে ডাকো না

প্রেম যমুনার মাতাল ডিংগায়

আমায় পার করো না

ঘুরে ঘুরে দিশেহারা

হলাম আমি দিওয়ানা

নারে না নারে না নানা

নারে না নারে না নানা

Balam کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

lukochuri khelona بذریعہ Balam - بول اور کور