menu-iconlogo
huatong
huatong
avatar

পিরিত রতন পিরিত যতন Pirit Roton Pirit Joton

Bangla Folk songhuatong
dhumketuhuatong
بول
ریکارڈنگز
পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার

পিরিত কাঞ্চন পাইল যে জন

সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার

পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার

পিরিত কাঞ্চন পাইল যে জন

সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার

কাষ্টের সঙ্গে পিরিত কইরা

লোহা ভাসে জলে

খাটি প্রেমের নাইরে মরন সর্ব লোকে বলে

কাষ্টের সঙ্গে পিরিত কইরা

লোহা ভাসে জলে

খাটি প্রেমের নাইরে মরন সর্ব লোকে বলে

লাইলী প্রেমে মজনু পাগল নাই তুলনা ভবে তার

লাইলী প্রেমে মজনু পাগল নাই তুলনা ভবে তার

দুনিয়া পিরিতের বাজার

পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার

পিরিত কাঞ্চন পাইল যে জন

সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার

জলের সঙ্গে মাছের পিরিত বৃক্কের সঙ্গে লতা

এ বিনে কেও বাঁচবে না রে গুণী লোকের কথা

জলের সঙ্গে মাছের পিরিত বৃক্কের সঙ্গে লতা

এ বিনে কেও বাঁচবে না রে গুণী লোকের কথা

শিরির প্রেমে পাগল ফরহাদ

দিন যায় চলে দুজনার

শিরির প্রেমে পাগল ফরহাদ

দিন যায় চলে দুজনার

দুনিয়া পিরিতের বাজার

পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার

পিরিত কাঞ্চন পাইল যে জন

সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার

চান্দের সঙ্গে নদীর পীরিত দিবানিশি চলে

সেই পিরিতের রঙ্গরসে জুয়ার ভাটা চলে

চান্দের সঙ্গে নদীর পীরিত দিবানিশি চলে

সেই পিরিতের রঙ্গরসে জুয়ার ভাটা চলে

ইউসুফ নবীর প্রেমে পাগল

হাল দেখেনা জুলেখার

ইউসুফ নবীর প্রেমে পাগল

হাল দেখেনা জুলেখার

দুনিয়া পিরিতের বাজার

পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার

পিরিত কাঞ্চন পাইল যে জন

সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার

পিরিত রতন পিরিত যতন পিরিত গলার হার

পিরিত কাঞ্চন পাইল যে জন

সকল জনম তারও রে দুনিয়া পিরিতের বাজার

দুনিয়া পিরিতের বাজার

দুনিয়া পিরিতের বাজার

Bangla Folk song کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے

পিরিত রতন পিরিত যতন Pirit Roton Pirit Joton بذریعہ Bangla Folk song - بول اور کور